Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

মহামান্য আদালতের রায়ে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত এনামুলের জেল হেফাজত

লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :

গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামূল হককে বৃহস্পতিবার আসনসোল সি বি আই আদালতে পেশ করা হয়। সিবিআই আদালতে জয়শ্রী ব্যানার্জির এজলাসে দুই সিবিআই এর পক্ষ থেকে আইনজীবি রাজেশ কুমার ও এনামূলের আইনজীবি শেখর কুণ্ডু উপস্থিত ছিলেন ৷ আসানসোল কোর্টের এক আইনজীবির মৃত্যুর কারণে বৃহস্পতিবার সওয়াল জবাবে আইনজীবীরা অংশ গ্রহণ করেননি। বিচারকের পক্ষ থেকে ৩০ শে ডিসেম্বর পর্যন্ত এনামূলের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় ৷
প্রসঙ্গত গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় সংস্থা সিবিআই ৬ নভেম্বর দিল্লি থেকে এনামুল হককে গ্রেপ্তার করার পর সে করোনা সংক্রমিত হয়ে পড়ে। মাননীয় হাই কোর্টের নির্দেশে গত ১১ ডিসেম্বরে আসানসোল সিবিআই আদালতে হাজিরা দেয় । সিবিআই এনামুল হক এবং সতীশ কুমারকে মুখোমুখি বসিয়ে জেরা করার জন্য সিবিআই হেফাজতে নেওয়ার জন্য আদালতের কাছে আবেদন করলেও বিচারক জয়শ্রী ব্যানার্জী সেই আবেদন খারিজ করে এনামুলকে ১৪ দিনের জুডিসিয়াল কাস্টাডিতে পাঠান । এই রায়ের বিরুদ্ধে সিবিআই দ্বারা হাইকোর্টে দায়ের করা একটি মামলার রায়ে হাইকোর্ট সিবিআই হেফাজতের নির্দেশ দেয় । রায় পেয়ে সি বি আই আসানসোল সংশোধনাগার থেকে এনামুলকে নিজেদের হেপাজতে নিয়ে যায়। ২৪ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ ছিল তাই বৃহস্পতিবার এনামুলের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাকে আবার আসানসোল সিবিআই কোর্টে হাজির হলো। বৃহস্পতিবার সকাল ১১টায় সিবিআইয়ের আধিকারিকরা এনামুল হককে নিয়ে আসানসোল সিবিআই আদালতে পৌঁছায়।

Latest News