Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

বিজেপির যোগদান মেলাকে ঘিরে গোষ্ঠী কোন্দল। সভামঞ্চে গণ্ডগোল বিজেপি কর্মীদের

নিজস্ব সংবাদদাতা নির্ভীক বাংলা আসানসোল।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও ভাটপাড়ার সাংসদ অর্জুন সিং, সভা মঞ্চে আসার আগে বিজেপিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সভামঞ্চে গণ্ডগোল চেয়ার টেবিল ছড়াছড়ি ও ভাঙ্গা হয়। দুর্গাপুরে বিজেপির যোগদান মেলাকে ঘিরে গণ্ডগোল সভা মঞ্চে। কয়লা চোর আর দুষ্কৃতীদের টাকার লেনদেন করে ঢোকানো হচ্ছে। তাই প্রতিবাদে মঞ্চে উঠে ভাঙচুর বিজেপি কর্মীদের।আহত বেশ কয়েকজন। সোমবার দুর্গাপুরের পলাশডিহতে । কয়লা চোর দুষ্কৃতীদের টাকার লেনদেন করে দলে নেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে বিজেপি কর্মীরা মঞ্চে উঠে পড়ে, শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা, মঞ্চের ওপর থেকে সমস্ত চেয়ার টেবিল নিচে ফেলে দেওয়া হয়,ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। আচমকা এই বিক্ষোভে চূড়ান্ত বিড়ম্বনাতে পড়ে যায় বিজেপি নেতৃত্বরা । ১৩ নম্বর ওয়ার্ডের বিজেপির সভাপতি অমিতাভ যাদবের অভিযোগ, আমরা দীর্ঘদিন দলটা করলাম আর সমাজবিরোধীরা ওপেন মঞ্চে দলের পতাকা হাতে নিয়ে মাতব্বরি করবে এটা মেনে নেওয়া যাবে না, অভিযোগের তির পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘোড়ুইয়ের দিকে, টাকার অবৈধ লেনদেনের মাধ্যমে এই সমাজবিরোধীদের দলে নেওয়া হচ্ছে বলে স্থানীয় বিজেপি নেতাদের একাংশের অভিযোগ। সোমবার দুর্গাপুরে পলাশডিহাতে বিজেপির যোগদান মেলা ছিল, তৃণমূল কংগ্রেস থেকে বেশ কয়েকজন এইদিন বিজেপিতে যোগদান করার ছিল, সেই উদ্দেশ্যে মঞ্চ তৈরী হয় পলাশডিহাতে। বিজেপির সভা শুরু হওয়ার আগেই বিজেপি দের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং গণ্ডগোল শুরু হয়।

Latest News