Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

কুসংস্কার দূর করার লক্ষ্যে, উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রানীগঞ্জ

লিলটু বাউরি, হিন্দ সংবাদ রানীগঞ্জ।

অতীতে বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানে অভূতপূর্ব ভূমিকা গ্রহণ করে আকাশ থেকে সমুদ্র পর্যন্ত নিরীক্ষণের সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। কখনো বা সূর্যগ্রহণ, কখন চন্দ্রগ্রহণ, কখনো ধুমকেতুকে লক্ষ্য করা হোক বা শুক্রের পরিক্রমণ, এই সকল বিষয় গুলি ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরার সাথেই সাধারণ মানুষের কাছেও তা তুলে ধরেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। আরও একবার মানুষের মনে কুসংস্কার দূর করার লক্ষ্যে ও জ্যোতিষ বিজ্ঞান সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি করতে বৃহস্পতি ও শনির কক্ষপথের একে অন্যের সামনে আসার বিষয়টি লক্ষ্য করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রানীগঞ্জ শাখার সদস্যরা ব্যবস্থা নেন। রানীগঞ্জ শহরের শেষ প্রান্তে কুমোর বাজার চুনাভাটি ময়দানে বৃহস্পতি ও শনির কক্ষপথে চলার সময় কাছাকাছি চলে আসার বিষয়টি খতিয়ে দেখতে ব্যাপক সংখ্যায় ভিড় জমাল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ । এই প্রাকৃতিক ঘটনাকে স্মরণীয় করে রাখার লক্ষ্যে টেলিস্কোপ এর মাধ্যমে ওই গ্রহের কক্ষপথের যাত্রা লক্ষ্য করলেন। এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে উদ্যোগ নিলেন জ্যোতিষ বিজ্ঞান এর প্রাক্তন ছাত্র গৌরাঙ্গ চ্যাটার্জী । তাঁর সাড়ে পাঁচ ফুটের টেলিস্কোপের মাধ্যমে অনেকেই এই অসাধারণ বিষয়টি লক্ষ্য করলো । প্রায় ৩৯৭ বছর আগে এই বিষয়টি লক্ষ্য করা যায় । এবার ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বৃহস্পতি ও শনির কক্ষপথে চলার সময় কাছাকাছি চলে আসার বিষয়টি লক্ষ্য করা যাবে বলে জানা গেছে।

Latest News