Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

বঙ্গধ্বনী ধন্যবাদ জ্ঞাপন যাত্রা, সভা মঞ্চ থেকে দিলীপ ঘোষকে তীব্র ভাষায় কটাক্ষ মলয় ঘটকের

লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :

মঙ্গলবার দুপুরে তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনী শুভেচ্ছা যাত্রার অন্তিম দিনে আসানসোলের আশ্রম মোড় থেকে গীর্জা মোড় পর্যন্ত এক বিশাল মিছিল বার করে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস। গীর্জা মোড়ে মিছিলের শেষে সভার আয়োজন করা হয় সেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র ভাষায় কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। তিনি দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন দুবছর আগে দিলীপ ঘোষ হাফ প্যান্ট পরে মাঠে প্যারেড করতেন কোনদিন মানুষের পাশে দাঁড়ান নি, রাজ্যের পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল নন এখন তিনি বড় বড় কথা বলে যাচ্ছেন। কেন্দ্রে মোদি সরকার আসার সময় বলেছিলেন দেশের প্রত্যেক জনগনের ব্যাংকে ১৫ লাখ টাকা দেবেন, প্রত্যেক বছরে দু কোটি বেকারের চাকরি দেবেন মোদির মিথ্যা প্রতিশ্রুতি জনগণ বুঝে গেছে। দেশের একমাত্র মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যের জনগণের দুঃখের সময় পাশে দাড়িয়েছেন, করোনা আবহাওয়ায় রাজ্যের প্রত্যেক মানুষকে বিনাপয়সায় রেশন সরবরাহ করেছেন, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। বিগত ন বছরে রাজ্যের প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন। অন্যদিকে নরেন্দ্র মোদী আসার পর দেশের কোটি কোটি টাকা তছরুপ করে বড় বড় শিল্পপতি বিদেশে চলে গেছে, দেশের সরকারি সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন। অন্যদিকে দিলীপ ঘোষকে কটাক্ষ করার জবাবে বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা ব্যানার্জী বলেন দিলীপ ঘোষের সৌভাগ্য হয়েছিল হাফ প্যান্ট পরার মলয় ঘটক হাফ প্যান্ট পরতে চাইলে তাকে স্বাগতম জানানো হবে। তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ডের ভুয়ো তথ্যের ব্যাপারে রাজ্যবাসী বুঝে গেছে তারা অপেক্ষা করছে নির্বাচনের জন্য।

Latest News