Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

আদিবাসী গ্রামে সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস পালন করা হলো

কৌশিক মুখার্জী,হিন্দ সংবাদ সালানপুর।

সালানপুর ব্লকের কল্ল্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্ল্যা আদিবাসি পাড়ায় অনুষ্ঠিত হল ১৮ তম সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস। এদিন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।তিনি এই অনুষ্ঠানের শুভঃ রাম্ভ করেন পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রকৃতিতে মাল্যদান করে, এরপর আদিবাসীদের উন্নয়নের জন্য চাহিদা মত অনুসারে দাবি পূরণের আশ্বাসদেন। এই প্রসঙ্গে বিধায়ক বিধান উপাধ্যায় বলেন আদিবাসী ভাষা প্রাচীন ভাষা,যাকে রাজ্য সরকার অনেক আগেই স্বীকৃতি দিয়েছে এবং আমি ও আমাদের দল সর্বদায় তাদের পাশে রয়েছে, কিছুদিন আগে ফুলজড়ি গ্রামের মানুষের চাহিদা ছিলো তাদের বিদ্যালয়ে আলচিকি ভাষার শিক্ষক নেই,আমি এই কথা সরকারকে জানিয়েছি খুব দ্রুত বিদ্যালয়ে এই ভাষার জন্য শিক্ষক দেওয়া হবে।তাছাড়া তাদের যেকোনো সুবিধা অসুবিধা জানার জন্য বঙ্গধনী যাত্রার মাধ্যমে আমি তাদের বাড়ি বাড়ি যাচ্ছি এবং আগামী দিনে আরো যাবো। তাছাড়া এই দিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং,সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,কল্ল্যা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শ্রীকান্ত পাতর সহ আরো অনেকে।

Latest News