Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

আধার কার্ড বানাতে সাধারণ মানুষ নাজেহাল,কংগ্রেসের স্মারকলিপি পোস্ট অফিসে

লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :

এখন সমস্ত সরকারী সুবিধা পেতে কেন্দ্র সরকার আধার কার্ডকে জরুরি করে দিয়েছে । কিন্তু আধার কার্ড বানাতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। কুলটি বিধানসভা অন্তর্গত কুলটির রনিতলা পোস্ট অফিসে এমনিই এক চিত্র ধরা পড়ল । এখানে আধার কার্ড তৈরির মেশিন থাকলেও সেই মেশিন বছর খানেক ধরে ব্যবহার করা হয় না। এই বিষয়টিকে সামনে রেখে গত বুধবার কুলটি যুব কংগ্রেসের যুব সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে কুলটির রনিতলার পোস্ট মাস্টারকে একটি স্মারকলিপি প্রদান করা হয় । বৃহস্পিবার সাংবাদিকরা পোস্ট মাস্টারকে জিজ্ঞাস করলে এই বিষয়ে পোস্ট মাস্টার জানান; যে তাঁদের কাছে আধার কার্ড তৈরি মেশিন থাকলেও কার্ড তৈরির জন্য প্রয়োজনীয় জায়গার অভাব । তিনি জানান যে পাশেই একটা রুম আছে যেটি ভালো করে তৈরী করার জন্য তিনি উচ্চ অধিকারিককে অনুরোধ করেছেন । তাঁর আশা আগামী মাসেই এই পরিষেবা চালু করা যাবে । অন্যদিকে এই বিষয়ে সুকান্ত দাস জানান; যে কংগ্রেস আমলে শুরু হওয়া আধার পরিষেবা বিজেপি শাসনকালে চালানো হয় । এখন এই আধার কার্ড তৈরী করা বন্ধ । যদিও দেখা যাচ্ছে যাদের আধার কার্ড আছে তাদের কার্ডে নানা ধরনের গণ্ডগোল আছে যেগুলি সংশোধনের কোনো ব্যবস্থা করা হয় নি । মানুষকে পয়সা খরচ করে বেসরকারি ভাবে করাতে হচ্ছে। তাঁর প্রশ্ন সরকারী প্রকল্পের জন্য মানুষকে টাকা খরচ কেন করতে হবে । তিনি জানান; যে এই বিষয়ে তাঁরা পোস্টমাস্টারকে স্মারকলিপি প্রদান করেছেন । পোস্ট মাস্টার আশ্বাস দেন যে আগামী বছরের ১০ জানুয়ারির মধ্যে তাঁরা এই পরিষেবা শুরু করবেন । তিনি জানান যে যদি তা না হয় তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।

Latest News