Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

জন বিরোধী নীতি ও দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ জতীয় কংগ্রেসের

লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :

পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধান বিধানসভার কুলটি ব্লক জতীয় কংগ্রেসের পক্ষ থেকে সোমবার সকালে বরাকর বাস স্টেন্ড থেকে বরাকর বাগুনিয়া মোড় পর্যন্ত এক বিশাল মিছিল করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। কেন্দ্র সরকারে জন বিরোধী নীতি ও দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে এই মিছিল করা হয়। সোমবার জাতীয় কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বরাকর জাতীয় কংগ্রসের দলীয় কার্যালয়ে। পরে সেখান থেকে একটি মিছিল করে বেগুনিয়া মোড়ে গিয়ে মোদি সরকারের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখায়। প্রদেশ কংগ্রেসের সদস্য চণ্ডী চ্যাটার্জি বলেন; আজ কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জাতীয় কংগ্রেসের কার্যালয়ে পতাকা উত্তোলন করে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করলাম। ভারতবর্ষের এখন যা অবস্থা সেই অবস্থা কে চিন্তা করে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন কংগ্রেস, মোদি সরকার আসার পর ভারতবর্ষকে শেষ করে দিল আর কিছুই রইল না। ভারতবর্ষে যে সমস্ত জিনিস কংগ্রেস করেছিল এই সমস্ত জিনিস একটার পর একটা বিক্রি করে দিচ্ছি মোদি সরকার। আর মানুষকে বোঝাচ্ছে সত্তর বছরে কংগ্রেস নাকি কিছুই করেননি। একদিকে মোদি সরকার অন্যদিকে দিদির সরকার অতিষ্ঠ করে দিয়েছে তাই আমরা প্রতিবাদ করলাম।

Latest News