Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “মন কি বাত” থালা বাজিয়ে বিরোধীতা।

লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :

কিসান আন্দোলন একতা মোর্চার পক্ষ থেকে মানুষের কাছে অনুরোধ করা হয় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন কি বাত করবেন তখন মানুষ যেন থালা বাজিয়ে বিরোধীতা করেন । এরই সাথে আসনসোলের গোবিন্দনগর এলাকার লোকেরাও কৃষি বিলের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতের সময় থালা বাজিয়ে বিরোধীতা করার আহ্বান জানান । তাঁরা জানান যে যেভাবে মোদি থালা বাজিয়ে দেশ থেকে করোনা তাড়াতে চেয়ছিলেন তাঁরা ঠিক সেই ভাবে থালা বাজিয়ে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর মসনদ থেকে সরানোর জন্য থালা বাজাবেন । তাঁরা জানান যে যেভাবে মোদি তিনটি কালা কৃষি কানুনকে এই দেশের কৃষকদের ঘাড়ে চাপাতে চাইছেন তা অত্যন্ত ন্যক্কারজনক । গুরুদোয়ার গোবিন্দ নগরের সম্পাদক রাম সিং বলেন যে মোদি এই মন কি বাতে কৃষি আইন ফেরত নেওয়ার কথা জানান নি । যদিও তিনি আশা প্রকাশ করেন যে আগামী মন কি বাতে তিনি এই ঘোষণা করবেন । সিখ ওয়েলফেয়ার সোসাইটির মুখ্য উপদেষ্টা সেন্ট্রল গুরুদোয়ারা প্রবন্ধক কমিটির সম্পাদক ও গায়ঘাটা গুরুদোয়ারার প্রধান তরসেম সিং জানান যে পশ্চিমবঙ্গের সিখ সমাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের বিরুদ্ধে । তিনি বলেন যে যতক্ষণ পর্যন্ত এই তিনটি কৃষি আইন ফেরত নেওয়া হয় এই ভাবেই তাঁরা থালা বাজিয়ে বিরোধিতা করবে তিনি বলেন যে পশ্চিমবঙ্গের সিখ এই কৃষক আন্দোলনের পাশে আছে।

Latest News