Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

রাস্তা ও নর্দমা নির্মাণের দাবিতে,গ্রামবাসীদের মুখ্য সড়ক অবরোধ

লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :

কুলটির চলবলপুর আশ্রম পাড়ার মানুষের অভিযোগ ২৫ বছর ধরে তাদের পাড়ায় না হয়েছে রাস্তা না হয়েছে নর্দমা নির্মাণ,বহুবার জনপ্রতিনিধি থেকে শুরু করে বিধায়ক,বর্তমান প্রশাসক তথা মেয়র কে লিখিতভাবে জানানো হয়েছে, পৌরনিগমের ইঞ্জিনিয়ার পরিদর্শন করে গেলেও কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে অবশেষে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আশ্রম পাড়ার গ্রামবাসী মনোতোষ মুখার্জী জানান; বহুবার প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে রাস্তা ও নর্দমা নির্মাণ নিয়ে সবাই মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়ে গেছে কিন্তু গ্রামবাসীরা না পেয়েছে রাস্তা না হয়েছে নর্দমা নির্মাণ। তাই তারা বাধ্য হয়ে আজ নিয়ামতপুর চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে। আমাদের দাবি অবিলম্বে গ্রামের রাস্তা ও নর্দমা নির্মাণ না হলে এই অবরোধ চলতে থাকবে। প্রায় কুড়ি মিনিট অবরোধ চলতে থাকে রাস্তার মধ্যে বসে। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। পরে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ এসে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বাস দেন তাদের এই সব অভিযোগ বিধায়কের কাছে জানানো হবে। তাদের অভিযোগ পূরণ করা হবে,এই আশ্বাস পেয়ে বিক্ষোভ কারীরা অবরোধ তুলেনেন।

Latest News