Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

বঙ্গধনী যাত্রা কর্মসূচির সাফল্যতায় সালানপুর ও বারাবনি ব্লকে মহামিছিল

কৌশিক মুখার্জী,হিন্দ সংবাদ সালানপুর/বারাবনি:

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছিলো বঙ্গধনী যাত্রা কর্মসূচি, এই কর্মসূচির সাফল্যতায় এই কর্মসূচির অন্তিম দিনে উপচে পড়লো সাধারণ মানুষের ভিড়। সোমবার দিন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়ের নির্দেশে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিং এর নেতৃত্বে সালানপুর ব্লকের রূপনারায়ানপুর পার্টি অফিস থেকে জলটাঙ্কি পর্যন্ত পাঁয়ে হেঁটে পথ মিছিল করা হয়। তাছাড়া বারাবনি ব্লকের পানুড়িয়া থেকে শুরু করে মাজিয়াডা পর্যন্ত বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহের নেতৃত্বে এক বিশাল মোটর সাইকেল মিছিল করা হয়। এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান বলেন বঙ্গধনী কর্মসূচি তে মানুষের দারুন সাড়া পাওয়া গেছে তারই সাফল্যতায় আজ কের এই মিছিল,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই জানে উন্নয়ন সব জাতি ধর্মকে নিয়ে চলে,আর বিজেপি জানে মানুষের বিভাজন করতে তাই আর ধর্ম নিয়ে রাজনীতি করতে তার জবাব মানুষ সঠিক সময়ে দিবে। এই প্রসঙ্গে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অসিত সিংহ বলেন বঙ্গধনী যাত্রা মানুষ গ্রহণ করেছে তাই সাফল্য পেয়েছে আমাদের বিধায়ক এমনিতেই সব সময় মানুষের সাথে মানুষের পাশে থাকে।আমাদের একশ শতাংশ নিশ্চিত এইবারও তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করবে আর আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় আগের তুলনায় বেশি ভোট পেয়ে জয়লাভ করবে।
এই মিছিলে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ও বারাবনি ব্লকের প্রতিটি পঞ্চায়েতের প্রধান,উপ প্রধান,সদস্য,নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

Latest News