নিজস্ব সংবাদদাতা, হিন্দু সংবাদ আসানসোল।
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করার আগে বিজেপি নিজের বাড়িতে উঁকি দিয়ে দেখুক কয়লা, লোহা মাফিয়াদের কারা সুরক্ষা দিচ্ছে।” সোমবার সন্ধ্যায় টিএমসির তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশুর আসানসোল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি বলেন যে বিজেপি নেতা
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিথ্যা গল্প ফেঁদে কয়লা মাফিয়া ও লোহা মাফিয়াদের সাথে যুক্ত থাকার কথা বলে তৃণমূল কংগ্রেসের বদনাম করছে। তবে ওনার জানা উচিত যে কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী ( সি আই এস এফ) কারখানাগুলিতে নিয়োগ করা হয়েছে। কয়লা, লোহা রক্ষা করার জন্য সিআইএসএফ রয়েছে, কিন্ত এর পরেও যদি কোনও মাফিয়ারাজ থাকে তবে অভিযুক্ত বিজেপিকে করা উচিত কারণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে সিআইএসএফ। । তিনি বলেন যে কয়লা ও লোহার অর্থ বিজেপির কাছে যায়। বিজেপি জোটে কয়লা মাফিয়া রাজু ঝা দুর্গাপুরের দুর্গাপুরে যোগদানের বিষয়ে সমালোচনা করে তৃণমূলের রাজ্য সম্পাদক শিবদাসন দাশু বলেন, তৃণমূল কোনও মাফিয়াকে দলে অন্তর্ভুক্ত করেনি তবে বিজেপি ধারাবাহিকভাবে কয়লা, লোহা মাফিয়া দলে অন্তর্ভুক্ত করছে। তিনি বলেন, তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দেওয়াই রানীগঞ্জে ঢাক ঢোল বাজানো হচ্ছে তবে যারা যোগ দিয়েছেন তাদের তৃণমূল কংগ্রেসের সাথে সরাসরি কোনো যোগাযোগ নেই। তিনি বলেন যে কয়লা মাফিয়াদের দলে সামিল করার বিরুদ্ধে বিজেপির মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। জানুয়ারির মধ্যে শত শত বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করবেন, ইতিমধ্যেই তাদের বেশিরভাগ দলের।সঙ্গে যোগাযোগ করছেন। তৃণমূল নেতা দাশু বলেন যে রাজ্যের লোকেরা বিজেপির আসল চরিত্রটি উপলব্ধি করছে, তাই তারা বিজেপির প্রলোভনে পা দেবেন না এবং আগামী দিনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মা মাটি মানুষের সরকারকে সমর্থন দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মসনদে বসাবেন।