Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর,বিজেপির অভিযোগ পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা

লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :

ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে পুলিশের উপস্থিতিতে একদল দুষ্কৃতীরা ভাঙচুর চালানোর অভিযোগ । অভিযোগ যে বর্ষবরণের রাতে বৃহস্পতিবার রাতের অন্ধকারে বারাবনির গৌরান্ডি হাটতলা সংলগ্ন ভারতীয় জনতা পার্টির ২নম্বর মন্ডলের দলীয় কার্যালয়ে পুলিশের উপস্থিতিতে একদল দুষ্কৃতী ভাঙ্গচুর চালায় । এই বিষয়ে এলাকার বিজেপির নেতার অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের নেতা অসিত সিংএর নেতৃত্বে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙ্গচুর চালায় । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে তাদের কোন কর্মী এই ঘটনায় জড়িত নয় । এই বিষয়ে বারাবনি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিং জানান যে সমাজ বিরোধী গণেশ ধীবর ইদানিং বিজেপিতে যোগদান করেছে । তাঁর অভিযোগ যে গণেশ ধীবর হাটের জায়গা জবর দখল করে রেখেছে । তাঁর দাবি এখানে কোন অফিসে নেই । তিনি এই বিষয়ে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করতে বলেন । তিনি জানান যে এই এলাকার মানুষ একটা মাসপিটিশন করে যে গণেশ ধীবর পি.ডব্লিউ. ডি এবং হাটের জায়গা দখল করে রেখেছে । এর বিরুদ্ধে এলাকার সমস্ত মানুষ প্রতিরোধ করেছিল। প্রশাসনের সর্বস্তরে লিখিত আকারে জানান হয় যার রিসিভ কপিও আছে। তাঁর দাবি এটা একটা সরকারি জায়গা এখানে কোন অফিস ছিল না। ওরা বুঝে গেছে বারাবনিতে জেতা বিরাট দুষ্কর তাই মিথ্যাচার করে বারাবনি ও এখানকার নেতৃত্বকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে । অন্যদিকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা আসানসোল দক্ষিণের বিধায়ক তাপস ব্যানার্জির বক্তব্য কোন রাজনৈতিক দল ভেঙেছে সেটা আমরা গবেষণা করে বলতে তো পারবোনা । এটা বলার কাজ পুলিশের। প্রশ্ন কোন জায়গায় অফিসটা ছিল, কার জায়গায় অফিসটা ছিল। যদি জায়গা আমার না থাকে,তাহলে আমার কোনো অধিকার থাকবে না তাই এই অভিযোগের কোনো মূল্য হয় না বলে জানান তিনি। অন্যদিকে দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চ্যাটার্জি জানান বিজেপিকে যত ভাঙবেন ততোই তার শ্রীবৃদ্ধি হবে। তিনি টি এম সির দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন টি এম সি একটি অফিস ভাঙবে তাঁরা একশোটা অফিস গড়বেন । এইভাবে পশ্চিমবাংলার বুকের থেকে বিজেপিকে সরানো যাবে না। পশ্চিমবাংলায় যেদিন নির্বাচন হবে টি এম সিকে এই কুকীর্তির ফল ভোগ করতে হবে। তিনি জানান যে টি এম সি দু’হাজার উনিশে হাফ হয়েই গেছে দুহাজার একুশে সাফ হয়ে যাবে। এইভাবে বিজেপির কার্যকর্তাদের মনোবল ভাঙা যাবে না। টি এম সি নেতারা যে চৌদ্দ তলায় অট্টালিকায় থাকেন , ভারতীয় জনতা পার্টি নয় সমগ্র পশ্চিমবাংলার আম জনতা সেই চৌদ্দ তলায় থাকা অট্টালিকায় থেকে টেনে হিচড়ে দু হাজার একুশে নামিয়ে আনবে।

Latest News