লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল
বিজেপি এবং তৃণমূলের নীতির বিরুদ্ধে বামঐক্য লড়াই করবে, বৃহস্পতিবার দুপুরে আসানসোল রবীন্দ্র ভবনে বামফ্রন্টের পক্ষ থেকে নিরুপম সেনের স্মরণ সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত হয়ে বামফ্রন্টের সূর্য্যকান্ত মিশ্র জানান কংগ্রেসের হাইকমান্ড সংঘবদ্ধভাবে লড়াই করার অনুমতি দিয়েছেন। বামফ্রন্টের লড়াই বিজেমূলের বিরুদ্ধে, বিজেপি এবং তৃণমূলের নীতির বিরুদ্ধে লড়াই হবে। দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম, কৃষকদের উপর অন্যায় ভাবে বিলের প্রতিবাদে তারা লড়বে, তাদের নীতির বিরুদ্ধে লড়াই হবে।