Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

অভিষেক ব্যানার্জির নামে অভিযোগ করে বলেন, গরু, বালি, লোহা পাচারের কালো টাকায় সম্পত্তি অর্জিত,বাবুল সুপ্রিয়

লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :

কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী তথা আসনসোলের সাংসদ বাবুল সুপ্রিয় বৃহস্পতিবার আসনসোল এসে একটি সামাজিক সংগঠনের কম্বল বিতরণ ও নর নারাযণ সেবা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন । বাবুল সুপ্রিয় আসবেন আর রাজনীতি নিয়ে কথা হবে না সে তো হতে পারে না । সাংবাদিকরা তাঁকে বৃহস্পতিবার কোলকাতাতে সি বি আই রেডের ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন যে এটা তো হওয়ার কথাই ছিল । তিনি বলেন যে অভিষেক ব্যানার্জি বলেন যে কারো সাহস থাকলে ভাইপো না বলে তাঁর নাম নিয়ে অভিযোগ করুক । সাংসদ এদিন অভিষেক ব্যানার্জির নাম নিয়ে অভিযোগ করেন যে তাঁর কাছে গরু পাচার, বালি পাচার, লোহা পাচারের টাকা পৌঁছে যায় । তিনি দাবি করেন যে অভিষেক ব্যানার্জির সম্পত্তি সেই অবৈধ টাকাতে অর্জিত । বাবুল আরও বলেন যে কোলকাতাতে সি বি আই এর অভিযানে যে বিনয় মিশ্রের নাম উঠে এসেছে সকলেই জানে এই বিনয় মিশ্রই কয়লার অবৈধ টাকা অভিষেক ব্যানার্জির কাছে পৌঁছে দিতেন । তাঁর সাফ অভিযোগ যে অনুপ মাজি ওরফে লালা হোক বা বিনয় মিশ্র সকলের অবৈধ টাকার ঠিকানা কালীঘাট। বাবুলের দাবি যে এটি তাঁর কথা নয় এটি বর্তমান টি এম সি মুখপাত্র কুণাল ঘোষের । তিনি দাবি করেন যে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে এই সমস্ত অবৈধ কারবারের বিরুদ্ধে কাজ করছেন তাতে অচিরেই পুরো টি এম সি দলটির ঠিকানা আলিপুর সেন্ট্রাল জেলে হবে । জিতেন্দ্র তেওয়ারিকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরের তিনি বলেন যে যেহেতু জিতেন্দ্র বাবু নিজেই বলে দিয়েছেন যে তিনি দিদির সাথে থাকবেন তাই তাঁর বিজেপিতে আসার বিষয়ে কোনো কথা বলার কোনো মানে নেই । অন্যদিকে কিছু অপরাধী রেকর্ডধারী মানুষের বিজেপিতে যোগদানের বিষয়ে তিনি জানান যে যদি কেউ নিজের ভুল বুঝতে পেরে অপরাধের জগত থেকে সমাজের মূলেস্রাতে ফিরে আসতে চান তাহলে তাঁদিগে সেই সুযোগ দেওয়া উচিত । বৃহস্পতিবারের কর্মসূচির বিষয়ে তিনি জানান যে যেভাবে এই সামাজিক সংগঠন বিগত বেশ কিছু বছর ধরে প্রতিদিন নর নারাযণ সেবা করে চলেছেন তা সত্যিই প্রশংসার যোগ্য । তিনি জানান যে এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেরে তিনি আপ্লুত এবং আসনসোল বাসীর ভালোবাসার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান

Latest News