লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল।
তৃণমূলের পতাকা নিয়ে জিটি রোড অবরোধ। পথ দুর্ঘটনার ক্ষতিপূরণ ও চিকিৎসার সুব্যবস্থা জন্য পথ অবরোধ করেন । গত রবিবার মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। আবারো পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেসের ব্যানারে। ক্ষতিপূরণের দাবিতে প্রায় এক ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসেরা। পরে স্থানীয় কাউন্সিলর ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা। মঙ্গলবার সকাল থেকে আবার পথ অবরোধ শুরু করে স্থানীয় তৃণমূলরা। কুলটি বিধানসভা ও আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত সাতাইশা মোড়ে। বিক্ষোভকারীদের দাবি নিরাজ সাউ এর পথ দুর্ঘটনায় মৃত্যুর কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি। গত রবিবারে পথদুর্ঘটনায় দুই ভাইয়ের দুর্ঘটনা ঘটে তবে ছোট ভাই নিরাজ সাউ এর ঘটনাস্থলে মৃত্যু হয় এবং দাদা সনু সাউ গুরুতর ভাবে আহত হয়। সেই মুহূর্তে তাকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। সেই কারণেই রবিবার সকালে সনু সাউ এর সুচিকিৎসার বন্দোবস্তের জন্য স্থানীয়রা তৃণমূল পতাকার তলে বিক্ষোভ প্রদর্শন করেন। ঘটনাস্থলে কুলটির বিধায়ক এবং আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদ সঞ্জয় সোনিয়া পৌঁছায়। ঘন্টাখানেক এর পর আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছায় এবং অবরোধকারীদের সাথে কথা বলে। অবরোধের কারণে যানজট সৃষ্টি হয় জিটি রোড। অবরোধের কারণে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তবে কতক্ষণ এই অবরোধ থাকবে বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা। এই বিষয়ে কুলটির বিধাযক উজ্জ্বল চ্যাটার্জি জানান তাঁরা আহত ব্যাক্তির সুচিকিৎসার জন্য এই পথ অবরোধ করছেন । তিনি বলেন যে যদিও টি এম সি পথ অবরোধ করে না কিন্তু বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো টি এম সি নেতা হিসেবে তাঁর কর্তব্য ।
পরে কুলটি বিধানসভার বিধায়ক ও পুলিশের হস্তক্ষেপে প্রায় দেড় ঘন্টার পর অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।