ইউনিয়ন ব্যাঙ্কের ঋণমুক্তি শিবিরে ঋণগ্রহীতাদের জন্য নতুন ঋণ নেওয়ার সুযো
আসানসোলের ইউনিয়ন ব্যাঙ্ক শাখায় সোমবার আয়োজন করা হয় এক ঋণমুক্তি শিবিরের। এই শিবিরে উপস্থিত হয়ে বহু গ্রাহককে দেখা গেল ব্যাঙ্কের নতুন প্রকল্পের সুযোগ গ্রহণ করতে। এই উপলক্ষে কলকাতা থেকে এই শিবিরে এদিন এসেছিলে।
ইউনিয়ন ব্যাঙ্কের কলকাতার এজিএম রাজেশ পেডকার। তিনি জানান, নতুন প্রকল্পে ঋণগ্রহীতাদের জন্য সুযোগ থাকছে অল্প কিছু টাকা জমা দিয়ে নতুন ঋণ গ্রহণের। এই প্রকল্প পরের বছরের 31 মার্চ পর্যন্ত চলবে বলেও তিনি জানান। এই বিষয়ে তিনি আর কি বললেন আসুন শোনা যাক