লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :
আসনসোল পৌরনিগমের আশা কর্মীরা তাঁদের বর্তমান বেতনমান নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই বিষয়ে এক আশা কর্মী জানান যে করোনা কালে তাঁরা তাঁদের কাজ করেছেন, কিন্তু তাঁরা এখনও তাঁদের রাজ্য সরকারের থেকে প্রাপ্য সাড়ে তিন লক্ষ্য টাকার আর্থিক সাহায্য পান নি । তিনি আরো জানান যে এই বিষয়ে তাঁরা পৌরনিগমের কমিশনারকে একটি স্মারকলিপি প্রদান করেছেন । তাঁরা জানান যে যদি তাঁদের আশা পূরণ না করা হয় তাহলে তাঁরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন।