Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে অভিযান, বাম সংগঠন AIUTUC

লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল।

কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে SDM অফিস অভিযান। রাজ্যের সাথে সাথে বুধবার আসানসোল মহকুমা শাসকের দফতরে ১৪ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করেন বাম সংগঠন AIUTUC এই দিন তারা আসানসোল বিএনআর মোড় থেকে পায়ে হেঁটে মিছিল করে মহকুমা শাসকের দফতর পর্যন্ত পৌঁছায়, তারপর আদালত চত্বর পরিক্রমা করে মহকুমা শাসক দেবজিৎ গাঙ্গুলীর হাতে স্মারকলিপি তুলে দেন। এই সংগঠনের জেলা সহ-সভাপতি অসীম ভট্টাচার্য জানান, কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের বিরুদ্ধেই আজ প্রতিবাদ মিছিল। ১৪ দফা দাবির মধ্যে কৃষি আইন বাতিল, রেল ইস্পাত বন্দর সহ রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলোকে বেসরকারিকরণ রোধ করা। তাছাড়াও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন ও আর্থিক অনুদান প্রদান করতে হবে।

Latest News