Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে ৩৪৫ কর্মীসমর্থকরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :

শুক্রবার আসানসোল রাম শায়ের ময়দান সংলগ্ন এক প্রেক্ষাগৃহে তৃণমূল কংগ্রেসের এর পক্ষ থেকে একটি অনুষ্ঠান করা হয়। যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক,ভি শিবদাসান দাশু, প্রাক্তন মেয়র পরিষদ অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জী সহ তৃণমূল নেতৃত্ব। এদিনের অনুষ্ঠানে অটো ও টোটো চালকরা যোগদান করেন। প্রায় ৩৪৫ জন যোগদান করে। যার মধ্যে রয়েছে বিজেপি হকার ইউনিয়ন থেকে ২০০ জন,অটো ও টোটো চালকরা ১০৫ জন। বাদবাকিরা বিভিন্ন দল থেকে যোগদান করে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী মলয় ঘটক বলেন; এইটা অনেক বড় ব্যাপার যে একদিনে বিজেপি ছেড়ে ৩৪৫ জন তৃণমূলে যোগদান করেন। এদিন দুর্গাপুরে বিজেপিতে যোগদান কে নিয়ে মন্তব্য করতে দেখা যায়। সে জিজ্ঞেস করে কারা কারা যোগ দিয়েছেন, বললেন দাদা যদি বলি যাদের নাম তাহলে আর বিজেপি দলটা আর কেউ করবে না। বিজেপি তে কারা যোগদান করছেন যারা বিভিন্ন ভাবে অসামাজিক কাজের সাথে যুক্ত তারা নিজেকে বাঁচার জন্য বিজেপিতে যোগদান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যে সারা বাংলায় সাধারণ মানুষের যে কাজ করেছে সারা ভারতবর্ষে এ কাজ করতে পারবেন না। শুধু তাই নয় মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার উন্নতির খতিয়ান দেখে সমাজের শিক্ষিত এবং পিছিয়ে পড়া মানুষরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। তৃণমূল কংগ্রেস আগামী দিনে আরো শক্তিশালী হবে এবং আরো বিজেপি কর্মীরা যোগ দেবে। কেন্দ্রীয় শুধু ভাওতাবাজি দিয়ে গেছে কাজের কাজ কিছুই করেননি। এদিনের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

Latest News