লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :
যেমন যেমন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ক্ষণ এগিয়ে আসছে এই রাজ্যে রাজনৈতিক পালাবদলের খেলাও শুরু হয়েছে । কিছু দিন আগেই আমরা দেখেছি কিভাবে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেন অন্যদিকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা তৃণমূল কংগ্রেসে যোগ দেন । বিজেপির পক্ষ থেকে এই রাজ্যের বিভিন্ন স্থানে যোগদান মেলারো আয়োজন করা হয়েছে । এরই অঙ্গস্বরুপ বুধবার আসানসোলের হীরাপুরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দেড়শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করলেন । তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি যুব মোর্চা রাজ্য সম্পাদক বাপ্পা চাটার্জী,রাজ্য কমিটি সদস্য কৃষ্ণেন্দু মুখার্জী। বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জীর বক্তব্য; গ্রামের স্থানীয় মন্দিরে পুজো দিলাম এবং সেখানের গ্ৰামবাসীদের সাথে কিছু আলাপ আলোচনা করলাম। আজকে হিরাপুর গ্রামের দেড়শ জন গ্রামবাসী, একশো জন মহিলা ও পঞ্চাশ জন পুরুষ ভারতীয় জনতা পার্টির আদর্শ কে বেছে নিয়ে, আমাদের দলে যোগদান করলো। বুধবারের এই যোগদান মেলাতে দলের বহু সংখ্যক কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন ।