লিলটু বাউরি, হিন্দ সংবাদ আসানসোল :
শিল্পাঞ্চলে জাঁকিয়ে শীত পড়তেই দেখা গেলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সমাজসেবী এগিয়ে এসেছে শীত বস্ত্র বিতরণ করতে। তাই সোমবার ইস্পাত নগর বার্ণপুর বাসষ্ট্যান্ডে পায়েল পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠান করা হয়। এদিন ফাউন্ডেশন এর কর্ণধার সৈয়দ ইমতিয়াজ নিজের হাতে গরিব দুস্থদের শীত বস্ত্র তুলে দেন। প্রায় এক হাজার দুস্থদের কম্বল দেওয়া হয়। ফাউন্ডেশন এর কর্ণধার সৈয়দ ইমতিয়াজ জানান; পায়েল পিস ফাউন্ডেশন বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী মূলক কাজ করে থাকে। তাই শীতের সময় দুস্থ গরিবদের কথা চিন্তা করে। তাই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয় পায়েল পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে।