Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on email

আদিবাসী সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস পালন রানীগঞ্জে

লিলটু বাউরি,হিন্দ সংবাদ রানীগঞ্জ।

প্রতি বছর বাইশে ডিসেম্বর দিনটিকে সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস হিসেবে পালন করা হয় । সাঁওতালি ভাষাকে অষ্টম তপশিলি ভাষা হিসেবে ২০০৩ সালের ২২শে ডিসেম্বর স্বীকৃতি প্রদান করা হয় । রাজ্যের অন্যান্য অঞ্চলের সাথেই খনি অঞ্চল রানীগঞ্জেও মঙ্গলবার এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করা হয়। যেখানে বাঁশড়া এস.টি.ডি ক্লাবের সদস্যরা এই দিনটি পালনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করে । বাঁশড়ার সিধু কানু মঞ্চে পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে মাল্যদান করার পর এলাকার বিশিষ্ট জনেরা সাঁওতালি ভাষার স্বীকৃতি প্রদান প্রসঙ্গে মত ব্যক্ত করেন । এরই সাথে এই ভাষার গুরুত্বের বিষয়েও আলোচনা করা হয়। সংগঠনের নেতৃত্বর বক্তব্য যে প্রায় ১৭ বছর আগে সাঁওতালি ভাষাকে স্বীকৃতি প্রদান করা হলেও এখনও এই ভাষায় পঠন-পাঠন সেভাবে শুরু হয়নি। সাঁওতালি ভাষার উন্নয়নের জন্য বিদ্যালয় ও কলেজে পড়াশোনা শুরু করার দাবি ও শিক্ষাক্ষেত্রে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের দাবি ও সরকারি দপ্তরে সাঁওতালি ভাষা ও অলচিকি হরফে বোর্ড ব্যানার দেওয়ার দাবি তোলা হয়।

Latest News