লিলটু বাউরি,হিন্দ সংবাদ রানীগঞ্জ।
প্রতি বছর বাইশে ডিসেম্বর দিনটিকে সাঁওতালি ভাষা স্বীকৃতি দিবস হিসেবে পালন করা হয় । সাঁওতালি ভাষাকে অষ্টম তপশিলি ভাষা হিসেবে ২০০৩ সালের ২২শে ডিসেম্বর স্বীকৃতি প্রদান করা হয় । রাজ্যের অন্যান্য অঞ্চলের সাথেই খনি অঞ্চল রানীগঞ্জেও মঙ্গলবার এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করা হয়। যেখানে বাঁশড়া এস.টি.ডি ক্লাবের সদস্যরা এই দিনটি পালনের লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করে । বাঁশড়ার সিধু কানু মঞ্চে পন্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতিতে মাল্যদান করার পর এলাকার বিশিষ্ট জনেরা সাঁওতালি ভাষার স্বীকৃতি প্রদান প্রসঙ্গে মত ব্যক্ত করেন । এরই সাথে এই ভাষার গুরুত্বের বিষয়েও আলোচনা করা হয়। সংগঠনের নেতৃত্বর বক্তব্য যে প্রায় ১৭ বছর আগে সাঁওতালি ভাষাকে স্বীকৃতি প্রদান করা হলেও এখনও এই ভাষায় পঠন-পাঠন সেভাবে শুরু হয়নি। সাঁওতালি ভাষার উন্নয়নের জন্য বিদ্যালয় ও কলেজে পড়াশোনা শুরু করার দাবি ও শিক্ষাক্ষেত্রে সাঁওতালি ভাষার শিক্ষক নিয়োগের দাবি ও সরকারি দপ্তরে সাঁওতালি ভাষা ও অলচিকি হরফে বোর্ড ব্যানার দেওয়ার দাবি তোলা হয়।